প্রকল্প সমূহ

স্পিক আপঃ বাক প্রতিবন্ধীদের সহায়ক ডিভাইজ
সূচনা- রোবোটিক বীজ ও সার প্রলেপক

মোবাইল ফোন নিয়ন্ত্রিত হুইল চেয়ার


দেশের ৫০ লাখ শারীরিক প্রতিবন্ধী ও পক্ষাঘাতগ্রস্ত মানুষের যারা হুইল চেয়ার ব্যবহার করে তাদের জন্য সমসংখ্যক সাহায্যকারীর প্রয়োজন পড়ে। এই নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার উদ্যোগ স্মার্ট হুইল চেয়ার। যেটা অ্যান্ডয়েড মোবাইল ফোন দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

সমগ্র বাংলাদেশে প্রায় ৫০ লাখ প্রতিবন্ধী এবং পক্ষাঘাতগ্রস্থ মানুষ রয়েছে। যারা চলাফেরা করতে না পারায় এ বিশাল জনগোষ্ঠীর চলাচলের একমাত্র মাধ্যম হল হুইল চেয়ার। প্রচলিত পদ্ধতির হুইল চেয়ারের মাধ্যমে চলাফেরা করতে তাদেরকে আরও ৫০ লাখ মানুষের সাহায্য নিতে হয়। এতে করে যেমন প্রতিবন্ধী ব্যাক্তির ব্যক্তি স্বাধীনতা থাকে না, তেমনি তার পরিবারের মানুষের কাছে সে বোঝাতে পরিণত হয়। শুধুমাত্র চলাফেরায় নয়, প্রতিবন্ধীদের মধ্যে অনেকেই আছেন যারা কারো সাহায্য ছাড়া দৈনিন্দন কার্যকলাপ সম্পন্ন করতে পারে না। যেমনঃ একজন পঙ্গু শিশু লেখাপড়ার জন্য স্কুলে যেতে পারে না অথবা একজন প্রতিবন্ধী অফিসে যাওয়া-আসা, শপিং, ব্যবসা কোন কিছুতেই সহজে উপস্থিত হতে পারে না। এই ভোগান্তিটা চরম পর্যায়ে যায় যখন একজন পক্ষাঘাতগ্রস্থ বাক্তিকে এক হাত দিয়েই সবকিছু করতে হয়। এটা খুবই বেদনাদায়ক।

এই প্রকল্পের আওতায় স্মার্ট হুইল চেয়ার তৈরি করা হবে। যেটা খুব সহজে যে কোন ব্র্যান্ড ও যে কোন ভার্সনের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে কন্ট্রোল করা যায়। বাটন চেপে এবং মোশন সেন্সর ব্যবহার করে দুই ভাবেই কন্ট্রোল করা যায়। যে কোন বিদেশী স্মার্ট চেয়ারের থেকে ৮-১০ গুণ সাশ্রয়ী। একবার চার্জে ২০-২৫ কি. মি. যেতে সক্ষম। যে কোন রাস্তা বা সারফেসে চলাচল উপযোগী করে তৈরি করা হবে। এবং সে অনুযায়ী স্ট্রাকচার বা কাঠামোগত পরিবর্তন করা হবে। এছাড়া কয়েকধাপ সিঁড়ি অতিক্রম করার জন্য মডেলে পরিবর্তন করা হবে। জয়েসস্টিক কন্ট্রোল ফিচার অ্যাড করা হবে, যেন হঠাৎ মোবাইলের চার্জ শেষ হলেও সে এক হাত দিয়েই জয়েসস্টিকের মাধ্যমে কন্ট্রোল করতে পারবে। যাদের দুই হাত ও দুই পা নেই তাদের জন্য উন্নত প্রযুক্তির হেলমেট তৈরি করা হবে। যার সাথে বিভিন্ন সেন্সর যুক্ত থাকবে এবং এই হেলমেটের মাধ্যমে তারা নিজেদের চলাফেরা নিয়ন্ত্রণ করতে পারবে।