প্রকল্প সমূহ

নিরাপদ নৌযাত্রা
মোবাইল ফোন নিয়ন্ত্রিত হুইল চেয়ার

স্পিক আপঃ বাক প্রতিবন্ধীদের সহায়ক ডিভাইজ


বাক প্রতিবন্ধীরা ইশারা ভাষায় কী বলছেন সেটা বুঝার জন্য নতুন ডিভাইস ‘স্পিক আপ’। হাত মোজার মতো আকৃতির এই ডিভাইস থেকে নির্দিষ্ট প্রক্রিয়ায় বাক প্রতিবন্ধীদের কথা অডিও আকারে শুনতে পারবেন অন্যরা, যেটা সংরক্ষিত থাকবে ডিভাইসের এস ডি মেমোরি কার্ডে।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

বিশ্বব্যাপী বাক প্রতিবন্ধীরা যোগাযোগের মাধ্যম হিসেবে ইশারা ভাষা ব্যবহার করে থাকে। কিন্তু এই ভাষাটি কোন পাঠ্যক্রমে না থাকায় সাধারণ জনগণ এই ভাষা কখনই সহজে ব্যবহার করতে বা বুঝতে পারে না। এতে করে যোগাযোগ করতে গিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয়।

সার্ভিস ইনোভেশন ফান্ডের সহায়তায় অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর একজন ছাত্র একটি পরিধানযোগ্য ইলেক্ট্রনিক ডিভাইস তৈরি করছেন, যা ব্যবহার করে বাক প্রতিবন্ধী ব্যক্তিরা সহজেই জনসাধারণের সাথে কথোপকথন করতে পারবে। ডিভাইসটি দেখতে একটি হাত মোজার মত। যার মধ্যে রয়েছে ৫টি ফ্লেক্স সেন্সর, যা দিয়ে আঙ্গুলের গতিবিধি বোঝা যায় এবং ১টি এক্সিলারোমিটার, যা দিয়ে হাতের গতিবিধি বোঝা যায়। এর সাথে একটি এস ডি মেমোরি কার্ড রয়েছে, যেখানে বহুল ব্যবহৃত ইশারার অর্থ অডিও বার্তা আকারে সংরক্ষিত থাকবে এবং সময়মত সংযুক্ত একটি স্পিকারের মাধ্যমে শোনা যাবে। এভাবেই, বাক প্রতিবন্ধী ব্যক্তিদের করা ইশারার সকল সংশ্লিষ্ট তথ্য একটি মাইক্রোকন্ট্রোলারে প্রেরণ করা হবে এবং নির্দিষ্ট অডিও বার্তাটি শোনানো হবে।