প্রকল্প সমূহ

বাংলাদেশ ট্রাভেল অ্যাপ্লিকেশন
জয়: নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে একটি আইসিটি ভিত্তিক টুল

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্পত্তি ব্যবস্থাপনার স্বয়ংক্রিয় সিস্টেম


নারায়ণগঞ্জ সিটি কর্পোশনের প্রায় ভূমিতে প্রায় ৪৫০০ লিজগ্রহীতা বা ভাড়াটিয়া রয়েছেন। আবার নগরবাসীকে কবরস্থান বা শ্মশানের সিটি কর্পোরেশনের অধীন জায়গা থেকে সেবা নিতে হয়। কিন্তু সেবাগ্রহীতাগণ নানা প্রকারের বিড়ম্বনার শিকার হন এবং এক্ষেত্রে তাদের শ্রম, অর্থ ও সময় নষ্ট হয়। এজন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জমি অটোমেশন সিস্টেমের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ঘরে বসে অনেক সেবা পাবেন নগরবাসী।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন প্রতিবছর নিজস্ব সম্পত্তি, যেমন- দোকান, পুকুর, ফ্ল্যাট ও বিভিন্ন জায়গা বরাদ্দ ও লীজ দিয়ে থাকেন এবং প্রদত্ত লীজ নির্দিষ্ট সময় পরপর নবায়ন করে থাকেন। এপর্যন্ত সিটি কর্পোরেশনের প্রায় ৪৫০০জন লিজ গ্রহীতা বা ভাড়াটিয়া রয়েছেন, যাদেরকে এসব সম্পত্তির লিজ গ্রহণ, নবায়ন, মালিকানা পরিবর্তন ও ভাড়া পরিশোধের জন্য সিটি কর্পোরেশনের কার্যালয়ে একাধিকবার স্বশরীরে উপস্থিত হতে হয়। এসকল সম্পত্তির লীজ প্রদানসহ প্রদানের পরবর্তী নবায়ন, ব্যবস্থাপনা এবং নাগরিকদের জন্য লীজ আবেদন করা সনাতন বা ম্যানুয়াল পদ্ধতিতে হয়ে আসছে। এতে একদিকে, সেবাগ্রহীতারা যেমন নানা প্রকারের বিড়ম্বনার শিকার হন এবং তাদের অনেক শ্রম, অর্থ ও সময় নষ্ট হয়; অপরদিকে, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষও লীজ বিজ্ঞপ্তি দেয়া ও সম্পত্তির সম্পূর্ণ ব্যবস্থাপনায় অনেক জটিলতার সম্মুখীন হন।

এই প্রকল্পের আওতায় একটি ওয়েবভিত্তিক সফটওয়্যার তৈরি করা হয়েছে, যার মাধ্যমে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কর্পোরেশনের নিজস্ব সকল সম্পত্তি অন্তর্ভূক্ত করার মাধ্যমে প্রতিবছর লীজ বিজ্ঞপ্তি দিতে পারবেন এবং লীজ গ্রহীতারা অনলাইনেই যেকোন স্থান থেকে লীজের জন্য বিড (আবেদন) করতে পারবেন। লীজ আবেদনের ফিসহ অন্যান্য পেমেন্ট অনলাইনে অথবা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে। পাশাপাশি লীজ গ্রহীতারা অনলাইনে আবেদনের প্রক্রিয়া এবং সর্বশেষ অবস্থা যাচাই করতে পারবেন। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এই সকল সম্পত্তির সম্পূর্ণ ব্যবস্থাপনাসহ নির্দিষ্ট মেয়াদান্তে নবায়নের সময়ও সনাক্ত করতে পারবেন। এতে একদিকে সিটি কর্পোরেশনের কাজ অনেক সহজতর হবে; অপরদিকে, নাগরিকদের ভোগান্তি কমে শ্রম, অর্থ ও সময়ের সাশ্রয় হবে। বর্তমানে সিস্টেমটি নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনে চলমান রয়েছে।