প্রকল্প সমূহ

প্রতিবন্ধী ভাতা সহজীকরণ (ই-ভাতা)
“প্রজন্ম বাচাই” শিশু সুরক্ষায় একটি সামাজিক আন্দোলন

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমে অসহায় ও দুস্থ: রোগীদের সেবা সহজীকরণ এবং পূনর্বাসনে সহায়তাকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>সেবা সম্পর্কে তথ্য না জানা , অপর্যাপ্ত তহবিল , রোগীদের আর্থ সামাজিক জরিপ না থাকা এবং দুই দপ্তরের সংশ্লিষ্টতার জন্য সেবা গ্রহীতা গন সঠিক ভাবে  সঠিক সময়ে সেবা পায় না এবং পরবর্তীতে পূর্নবাসনের আওতায় আসে না।</p> <p>১।সেবা এবং সেবা গ্রহণ সম্পর্কে তথ্য না থাকা।</p> <p>২।সেবা প্রাপ্তিতে বিলম্ব হওয়া ।</p> <p>৩। হাসপাতাল ফেরত রোগীদের পুনর্বাসন ব্যবস্থা না থাকা।</p> <p>৪। জরুরী বিভাগে আগত রোগীদের সেবার আওতায় না আনা।</p> <p>৫.অপর্যাপ্ত তহবিল</p> <p>বিদ্যমান সমস্যার মূল কারণ:</p> <p>১.পর্যাপ্ত প্রচারের অভাব/ প্রচার প্রক্রিয়া সঠিক না থাকা।</p> <p>২।ভিন্ন দুটি দপ্তরের সংশ্লিষ্টতা।</p> <p>৩।রোগীর আর্থ সামাজিক তথ্য না থাকা।</p> <p>৪। প্রচলিত কার্যক্রমের আওতায় জরুরী বিভাগে আগত রোগীদের সেবার সুযোগ নেই।</p> <p>৫। স্থানীয় ভাবে তহবিল সংগ্রহের অভাব।</p>

<p>১. সেবার পর্যাপ্ত প্রচার প্রচারনা করা-মাইকিং পোস্টোর,ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা এবং স্থানীয় ক্যাবল অপারেটরের মাধ্যমে প্রচার ।</p> <p>২.সংশ্লিষ্ট দপ্তর দুটোর সম্পর্ক নিবিড়করনে সচেষ্ট হওয়া।</p> <p>৩.সেবা প্রাপ্ত রোগীর আর্থ-সামাজিক জরিপ করণ।</p> <p>৪.জরিপকৃত রোগীর পূর্নবাসনের ধরণ চিহ্নিত করণ।</p> <p>৫.চিহ্নিত ধরণ অনুযায়ী পূর্নবাসনে সহায়তা করন।</p> <p>৬.উপজেলার সকল মোবাইল গ্রাহকদের ০৩ মাস পরপর বাল্ক এস এম এস প্রদানের মাধ্যমে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং উক্ত ফান্ডে সহায়তার আহবান জানিয়ে মোবাইল একাউন্ট প্রেরণ করা।</p> <p><strong>৭. </strong>স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ, এবং দানশীলদের এ কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা।</p>