প্রকল্প সমূহ

Simplification of outdoor service at govt. hospital
প্রতিবন্ধী ভাতা সহজীকরণ (ই-ভাতা)

অনলাইনে ভিসা যাচাই


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>অভিবাসন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভিসা প্রাপ্তি। অনেকেই জমি বিক্রি করে, স্বর্ণালংকার বন্ধক রেখে, উচ্চ সুদে ঋণ নিয়ে বিদেশে যাবার প্রক্রিয়া শুরু করে। কাজেই ভিসার জটিলতা বা জাল ভিসা তাদের স্বপ্ন ধূলিসাৎ করে দিতে পারে। এমনকি গন্থব্যে পৌঁছেও বরণ করতে হতে পরে চরম দূর্ভোগ। কাজেই ভিসা যাচাই জরুরী। ভিসা যাচাই করা যায় এটা অনেক প্রবাস গমণেচ্ছুক কর্মীরা জানে না। যারা জানে তাদের জেলা সদরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে বা রাজধানীতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে যেতে হয়। সেক্ষেত্রে ১-২ দিন সময় লাগে, ৫০০-২০০০ টাকা খরচ হয়। অনেকসময় একাধিকবারও যেতে হয়। তখন সময় ও খরচ আরও বেড়ে যায়। </p>

<p>একটি এন্ড্রয়েড মোবাইলএ্যা্িপ্লকেশন তৈরী করে গুগল প্লে স্টোরে আপলোড করা হবে যাতে যে কেউ সেটি ডাউনলোড করে নিজেই ঘরে বসে ভিসা যাচাই করতে পারে। কিভাবে কোন ওয়েবসাইটের কোন লিংক বা বাটনে ক্লিক করে কোন দেশের ভিসা যাচাই করা যায় তার সচিত্র বর্ণনা খুব সহজ ভাষায় লিখে মোবাইল এ্যাপ্লিকেশনের কন্টেন্ট প্রণয়ন করতে হবে প্রথমে। তারপর সফটওয়্যার কোম্পানীর সাথে যোগাযোগ ও চুক্তি করতে হবে। এ্যাপটির ডেমো ভার্সন পরীক্ষা করে দেখার পর মোবাইল এ্যাপটি উদ্বোধন ও ব্যাপক প্রচার করতে হবে।</p>