প্রকল্প সমূহ

ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন প্রোগ্রাম
ঢাকা জেলায় ভূমি অধিগ্রহণের জন্য স্বয়ংক্রিয় ক্ষতিপূরণ প্রদান পদ্ধতি (এসিপিএস) বাস্তবায়ন

সফ্টওয়্যার ডেভেলপমেন্টের মাধ্যমে এসি (ল্যান্ড) অফিসের মামলা নিষ্পত্তি পদ্ধতি সহজীকরণ


জটিল ভূমি ব্যবস্থাপনায় মামলাজটে বিপত্তিতে থাকেন সাধারণ মানুষ আর ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘসূত্রিতার সুযোগে সাধারণ মানুষের ব্যয় বাড়ার সঙ্গে দালালের দৌরাত্ম্যও সেখানে বেশি। এমন অবস্থা থেকে কিছুটা মুক্ত হতে ‘এসএমএসে ভূমি অফিসের মামলা নিষ্পত্তির তথ্য’ দেওয়ার ব্যবস্থার করতে এই প্রকল্প।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

জনসংখ্যার তুলনায় আয়তনে ছোট বাংলাদেশে জমির অভাব রয়েছে এবং ক্রমান্বয়ে বাড়ছে সে জমির দাম। অধিকাংশ নাগকির হস্তান্তর, মালিকানা, রেকর্ড সংরক্ষণ ও নিবন্ধনসহ জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এতোটা সচেতন নন। অন্যদিকে, জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় তাদের জন্য সহায়ক নয়। এ কারণে সাধারণ মানুষ ভূমি অফিসে দালাল কিংবা অসাধু ভূমি কর্মকর্তাদের দ্বারা প্রতারিত হন। এ সব অনিয়ম ও দুর্নীতি ভূমি সংক্রান্ত সেবা মানুষের জন্য ব্যয়বহুল ও জটিল করে তুলেছে।

এই প্রকল্প এসএমএস ভিত্তিক সফটওয়্যার এর মাধ্যমে তৈরি করা হবে। আবেদন জমা পড়া, আবেদনের শুনানি, আবেদন নিষ্পত্তি হওয়াসহ বিভিন্ন বিষয় এসএমএসের মাধ্যমে মামলাকারীকে জানাবে। যাতে নির্দিষ্ট আইডি নম্বর, শুনানির তারিখসহ জরুরি তথ্য মামলকারী ব্যক্তির কাছে পাঠানোর ব্যবস্থা থাকবে। একইসঙ্গে ভূমি অফিসে সেই তথ্য সকলের জন্য উন্মুক্ত করার ব্যবস্থা থাকবে। যাতে মামলার পক্ষগুলো সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। এর পাশাপাশি ইন্টারনেট ভিত্তিক তথ্য সরবরাহের ব্যবস্থা থাকবে, যাতে সেটা সবার কাছে প্রকাশ্য থাকে।