প্রকল্প সমূহ

গবাদিপশুর কৃত্রিম প্রজনন তথ্য সংগ্রহ ও প্রদান
জমি রেজিস্ট্রির তথ্য অনলাইনে অনুসন্ধান করার প্ল্যাটফর্ম

উন্নয়ন প্রকল্পের দ্বৈততা পরিহার


সরকার গৃহিত ভৌত অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের দ্বৈততা পরিহারের ডিজিটাইজড সমাধান।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

সমন্বিত ডাটাবেজের অভাব এবং প্রচুর পরিমাণ প্রকল্প একই সাথে চলমান থাকায় উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে প্রায় সময়ই প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে দ্বৈততা পরিলক্ষিত হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে নিরুপন করা অনেক সময় সম্ভব হয় না বলে পরবর্তীতে নানারুপ জটিলতা তৈরি হয়। মূলত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজের ভলিউম বৃদ্ধি পাওয়া, প্রয়োজনীয় জনবলের অভাব, প্রকল্প প্রস্তাব প্রেরণের সাথে জড়িত জনপ্রতিনিধি/কর্মকর্তাগণের দুর্নীতিমূলক মনোভাব অনেকাংশে এর জন্য দায়ী।

সমাধানের প্রথম পদক্ষেপ হিসেবে বিগত কয়েক বছরের সমাপ্ত প্রকল্পের সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে এবং আগামী কয়েক বছরের সম্ভাব্য উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার ভিত্তিক তালিকা প্রস্তুত করা হবে। সমাধানের মূল অংশ হিসেবে প্রস্তুত করা হবে ওয়েবভিত্তিক একটি সফটওয়্যার যার মাধ্যমে পুরাতন কোন প্রকল্প প্রস্তাব করা হলে কিংবা একই গ্রাম বা মহল্লার কোন প্রস্তাব এলে উক্ত গ্রাম সংশ্লিষ্ট সকল উন্নয়ন প্রকল্প তালিকা বিশেষভাবে হাইলাইট করা হবে। হাইলাইটকৃত অংশ হতে বিগত সময়ের কাজ/ধরণ/পরিমাণ-এর সাথে যাচাই করে নতুন প্রকল্প গ্রহণ করা হলে দ্বৈততা পরিহার করা সম্ভব হবে।