প্রকল্প সমূহ

শহুরে স্কুলগুলির জন্য পরিবহন শেয়ারিং
অনলাইন সার ব্যবস্থাপনা

কৃষি ও পল্লী ঋণ কার্যক্রম সহজিকরণ


একটি অনলাইন ভিত্তিক সিস্টেম যার মাধ্যমে কৃষি ও পল্লী ঋণের জন্যে আবেদন গ্রহণ থেকে শুরু করে পুরো ব্যবস্থাপনা কোন রকম ভুল ও দ্বৈততা ছাড়া সম্পন্ন করা যাবে।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

কৃষি ও পল্লীঋণ প্রদান প্রক্রিয়া সনাতন পদ্ধতিতে হওয়ার কারণে ঋণ প্রদান ও গ্রহণ প্রক্রিয়া দীর্ঘায়ীত হচ্ছে। আবেদনের প্রক্রিয়া, পদ্ধতি এবং প্রয়োজনীয় সংযুক্তি সম্পর্কে ধারণার অভাব, ধারণা দেয়া হলেও সঠিক নমুনার অভাবে প্রক্রিয়া এবং সংযুক্তি সংক্রান্ত ভুল করায়, আবেদন সংক্রান্ত জটিলতায় গ্রাহকরা ভোগান্তিতে পড়েন। এছাড়া, ঋনের বিপরীতে প্রয়োজনীয় কাগজপত্র ও সুদের হার সম্পর্কে সঠিক ধারণার অভাবসহ ব্যাংকসমূহ কৃষকদেরকে সহযোগীতার ব্যাপারে অনীহা প্রকাশের কারণে কৃষক সহজ উপায়ে ঋনের আবেদন করতে পারেন না।

একটি ওয়েব ও মোবাইল ভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে, যার মাধ্যমে কৃষকের কাছ থেকে আবেদন গ্রহণ থেকে শুরু করে পুরো ঋণ বিতরণ কার্যক্রমকে অটোমেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। সিস্টেমে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়ায়, ঋণের সুদের হার, হালনাগাদকৃত তথ্য, আবেদনের সাথে অবশ্য প্রদেয় সংযুক্তি (Check list) সমূহের তালিকা প্রদর্শিত রয়েছে। কৃষক যে কোনো স্থান থেকে অনলাইনে নির্দেশিত প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে সকল ধরনের শস্য ও ফসলি ঋণের জন্য ব্যাংকে আবেদন করতে পারবে। উপজেলা কৃষি কর্মকর্তাগণ ও ব্যাংক কর্তৃপক্ষ অনলাইনে প্রাপ্ত আবেদন সিস্টেমের মাধ্যমে যাচাই-বাছাই করে ঋণ প্রদানের জন্য অনুমোদন করতে পারবে। এছাড়া, কৃষক অনলাইন সিস্টেমের মাধ্যমে আবেদনের সর্বশেষ অগ্রগতি যাচাই করতে পারবে এবং ঋণ অনুমোদিত হলে এসএমএস-এর মাধ্যমে জানতে পারবে। সিস্টেমটির মাধ্যমে যাবতীয় রিপোর্টিং, খেলাপী ঋণ গ্রহীতাদের তথ্য, কোন ব্যাংক কতগুলো ঋণ প্রদান করেছে, উপজেলায় কতগুলো সার্টিফিকেট মামলা হয়েছে তার তথ্য ইত্যাদি অনলাইন সিস্টেমের মাধ্যমে জানা যাবে। কৃষকগণ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সহযোগীতায়ও এই সেবাটি গ্রহণ করতে পারবে।